খরতোয়া প্রেম

মাহবুবা চৌধুরী | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

মেদুর শ্রাবণ মেঘে পাতাবনে খরতোয়া প্রেম

রুপালি নদীর বুকে অরণ্যের রূঢ় মঞ্চ জুড়ে

আকাশ ঢেলেছে আজ জলের কুসুম।

বিস্তৃত সেগুন পল্লবের নিচে জলমগ্ন মেয়ে

সোনালি চিকুর বেয়ে নামে যার মৃদু জলধারা

একহারা নদীবক্ষ জলময় কল কলরোলে

জেগে ওঠে মরাবুক দুইধার অর্বাচীন উন্মাদ আহ্লাদে।

প্রকৃতির রূপে অরূপে মেয়ে কি হয়ে ওঠে নারী!

শস্যের আকম্পে শ্রাবণ কি রেখে যায় খরস্রোত!

মেঘের উল্লাসে দোলে শ্যামাঙ্গিণী, প্রাণের দ্যুলোকে

ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে কম্পমান বৃক্ষের শরীরে

যেমন স্পন্দিত হয় গাঢ় সুখ খুব ধীরে ধীরে

তেমনি বিপুল অনুরাগে

বরাঙ্গ শ্রবণ বুকে বাঁধবো সুর অশান্ত পুলকে।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার রং নীল
পরবর্তী নিবন্ধআঁশটে গন্ধ