বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসমূহ বিজয় দিবস উদযাপন করেছে।
১৬ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ লস এঞ্জেলেসের ‘লেবানন হল’-এ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমদ অনুষ্ঠান পরিচালনার জন্য ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রবি আলমকে অনুরোধ জানান।
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল আরেফিন বাবলু ও পরে গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লা।
সভাপতির বক্তব্যে নাজমুল চৌধুরী বলেনম “গত ১২ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বিগত ৩৮ বছরে এর অর্ধেকও হয়নি। তাই দেশকে মধ্যম আয়ের দেশে দ্রুত নিয়ে যেতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।”
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ বিরানভূমি হয়েছিল। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নেত্রী আজ বাংলাদেশে শিল্প বিপ্লবের পরিকল্পনা শুরু করেছেন। আমাদেরকে আজ নেত্রীর পাশে থাকতে হবে। আর অদম্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশকে যাতে কেউ গতি রোধ করতে না পারে সেদিকে সোচ্চার থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা আব্দুর রব, সহ-সভাপতি শামীম আহমেদ, যুবলীগ সভাপতি এম এ হাই আজিজ, সিটি আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন টিপু, শামসুল আরিফীন বাবলু, পনির চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুবলীগের প্রচার সম্পাদক মিসেস শম্পা চৌধুরীর পরিচালনায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।