পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক নগরীর জয়পাহাড়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসি) বন্ধ করে দেয়া অফিস ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তর কয়েকটি শর্ত দিয়ে ভবনটির নির্মাণকাজ শুরু করার অনুমোদন দিয়েছে।
পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত–২০১০) এর ৭ ধারা অনুযায়ী ভবনটি নির্মাণের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট মামলা করে। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা শুনানি শেষে প্রস্তাবিত স্থানের পাশে বিদ্যমান দৃশ্যমান উঁচু ভূমি, পাহাড় ও টিলা কর্তন করা যাবে না, ভূমিরূপ, জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন করা যাবে না এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত অনুমোদনপত্র মোতাবেক ভবন নির্মাণ করার শর্তে কাজ করার অনুমোদন দেয়া হয়।












