কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, সোয়া ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। সোয়া পাঁচ ঘণ্টার মত জ্বলার পর নিয়ন্ত্রণে আসে আগুন। গতকাল মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে বস্তির অনেকটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার।

গতকাল সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এই প্রতিবেদন লিখার সময়ও আগুন নেভানোর কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে। সোয়া পাঁচ ঘণ্টা সেখানে আগুন জ্বললেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। খবর বিডিনিউজের।

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয়েছে। পানি সংকটের কারণে সড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশে বৌবাজার সংলগ্ন একটি নালায় সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করে ফায়ার সার্ভিস।

এদিকে ঘটনাস্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারপরও মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বস্তিবাসীর আহাজারীতে আশেপাশের পরিবেশ ভারী হয়ে ওঠেছে। এখনো কোনো হতাহতের খবর না এলেও আগুনে পোড়া অংশের প্রায় সবাই ‘সবকিছু’ পুড়ে যাওয়ার কথা বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কয়েকদিন থাকবেন নিবিড় পর্যবেক্ষণে
পরবর্তী নিবন্ধএলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান