মহানগর মহিলা শ্রমিক লীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের নেতৃবৃন্দ। মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা আলম, শেলিনা খান, নাসিমা আকবর, মুক্তা জামান, সুমি আকতার, রুনা আকতার, জান্নাতুল মাওয়া, সুবর্না খান, তাহমিনা আকতার, তাহিয়াতুল মাওয়া, আয়শা সিদ্দিকা, সাবিহা আকতার, ফারজানা আকতার, কানিজ ফাতেমা, রেহানা বেগম প্রমুখ।
চট্টগ্রাম ওয়াসা
গত ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা। ওয়াসার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য নাজমুল হক ডিউক, উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন), সচিব, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী।
চকবাজার থানা আওয়ামী লীগ
১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহিদুল আলম বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে চকবাজার চকভিউ চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিরাজুর রহমান, ফারুক খালেদ চৌধুরী, সায়েদ গোলাম হায়দার মিন্টু, সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, এস এম আবুল কালাম আজাদ, অমর কান্তি দত্ত, এ কে এম আনিসুজ্জামান, মঞ্জুর হোসাইন, হাসিনা আক্তার টুনু, মুজিবুর রহমান, হাজী মো. সেলিম রহমান, নাফিজ ইমতিয়াজ আনজু, কাজল প্রিয় বড়ুয়া, মো: নাসির। উপস্থিত ছিলেন শামসুল আলম, রতন ভট্টাচার্য, সুজাউদৌল্লা চৌধুরী বাবুল, অনিমা কামাল, আবুল কালাম, মাবজুলুল বারী খসরু, আয়েশা আলম, নাজমুল হক বাচ্চু, খোরশেদ আলম জনি, নজরুল ইসলাম মনু, নারায়ণ চন্দ্র দাশ, সরোয়ার আলম, এড. মোস্তফা নাজিম পাশা, আলী নেওয়াজ খান পারভেজ, আবুল খায়ের বাচ্চু, মো. ইলিয়াছ, মোস্তাক আহম্মেদ টিপু, জাফর আহম্মদ, জিয়ানুল হোসেন জোকক, মো. মহিউদ্দিন, কায়সার আহম্মেদ, মো. সজল মিয়া প্রমুখ।
মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কামাল বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা গত ১০ ডিসেম্বর নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আবু তাহের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদ হোসেন খান মাসুক, এস এম আনোয়ার মির্জা, হাসান মুরাদ চৌধুরী, জসিম উদ্দিন, মো. ফারুক, ফয়সাল চৌধুরী, আবুল কালাম দুলাল, মেজবাহ উদ্দিন লিটন, শহীদুল ইসলাম দুলাল, সৈয়দ মুজিবুল হক, নঈম উদ্দিন খান, নুরুল আব্বাস। উপস্থিত ছিলেন অলিদ চৌধুরী, রোবায়েত হোসেন, এস এম কফিল উদ্দিন, ইলিয়াছ ইলু, মোজাম্মেল হোসেন মানিক, ইয়াছিন তারেক, জাহিদ হোসেন, নুরুল আমিন প্রমুখ।