ক্ষমা চাইলেন মেসির ভাই

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৫৯ পূর্বাহ্ণ

১২৩ বছরের ইতিহাস। আর তাতেই বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বার্সেলোনা। এর পেছনে লিওনেল মেসির অবদান আছে বটে। তবে মেসির ভাই মাতিয়াস মেসির এক বক্তব্য উসকে দিয়েছে কাতালান ভক্তদের।

মেসির আগে বার্সেলোনার কোনো ইতিহাসই ছিল না বলে মন্তব্য করেছিলেন মাতিয়াস। যে কারণে তোপের মুখে পড়েছিলেন। কয়েকঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য সরিয়ে নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চান তিনি। ইনস্টাগ্রামে মাতিয়াস লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলেছি এ বিষয়ে নিজেকে পরিষ্কার করতে চাই আমি। নিজের ছেলে বন্ধুদের সঙ্গে কেবল মজা করছিলাম।

বার্সার মতো বড় ক্লাবকে নিয়ে আমি এমনটা কীভাবে ভাবতে পারি! তাদের ইতিহাস আমার পরিবার ও লিওকে (মেসি) অনেক কিছু দিয়েছে। আমাদের কাছে, কাতালুনিয়া আমাদের দ্বিতীয় বাড়ি এবং এটা লোকে জানে। আমি খুবই দুঃখিত এবং সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে বার্সা ভক্তদের কাছে। শেষে একটা কথা বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভেতর আমি কেবল ইনস্টাগ্রামেই আছি।’

এর আগে ভিডিও স্ট্রিমিং সাইট টুইচে মাতিয়াস বলেছিলেন, ‘আমি সমপ্রতি একটা আর্টিকেল দেখেছিলাম যেখানে লেখা হয়েছিল যে এই মৌসুম শেষে মেসি বার্সেলোনায় ফিরতে পারে। সেটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন হুয়ান লাপোর্তাকে (বার্সা প্রেসিডেন্ট) ক্লাব থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। মেসির আগে বার্সেলোনার কোন ইতিহাস ছিল না। আজ বার্সেলোনা এই জায়গায় আছে শুধুমাত্র মেসির জন্য।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিপিএলের লিগ পর্ব শেষ হচ্ছে আজ