ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল জুস তৈরি

নতুন ব্রিজ এলাকায় কারখানার সন্ধান জুস ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

নগরীর নতুন ব্রিজ আনসার প্লট এলাকায় নকল জুস তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। খালেদার মা’র কলোনি নামে একটি কলোনির একটি ভাড়া ঘরকে কারখানা বানিয়ে গত ১৫২০ দিন ধরে একটি চক্র স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নকল জুস তৈরি করে আসছিল। তৈরি করা নকল জুস নতুন ব্রিজ এলাকায় বাজারজাতও হয়েছে। গত সোমবার রাতে ওই কারখানায় অভিযান চালায় পুলিশ।

এ সময় বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কক্সবাজারের চকরিয়া থানার মৃত হাবিবুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরো একজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাকেও গ্রেপ্তার করা হবে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজাদীকে বলেন, ১৫২০ দিন ধরে নকল জুস তৈরি হচ্ছিল। এ বিষয়ে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা অভিযান চালাই। অভিযানে ব্যাপক নকল জুস ও সরঞ্জাম পাওয়া গেছে। তৈরিকৃত নকল জুস বাজারজাত বিষয়ে তিনি বলেন, নতুন ব্রিজ এলাকার বেশ কয়েকটি দোকানে নকল জুস সরবরাহ হয়েছে। আমরা দোকানে দোকানে গিয়ে সেগুলো খুঁজছি। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নতুন ব্রিজ আনসার প্লটের খালেদার মা’র কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরির কারখানা গড়ে তোলা হয়। কারখানার বৈধ কোনো কাজগপত্র না থাকলেও ওই বাড়িতে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জুস তৈরি হচ্ছিল। পরে তা নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমে ধোঁয়াশা, পরে জানা গেল তিনি কোন শফিকুল
পরবর্তী নিবন্ধপটিয়ায় রাতের আঁধারে পাহাড় কেটে সাবাড়!