ক্লিক কেমেস্ট্রির গবেষণায় তিন বিজ্ঞানীর নোবেল

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

‘ক্লিক কেমেস্ট্রি’ এবং ‘বায়োঅর্থোগনাল কেমেস্ট্রির’ উন্নয়নে ভূমিকার স্বীকৃতিতে চলতি বছর রসায়নে নোবেল পেলেন তিন গবেষক। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস গতকাল বুধবার এ পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ক্যারোলিন আর বের্তোজি, ডেনমার্কের মর্টেন মেলডাল এবং যুক্তরাষ্ট্রের কে ব্যারি শার্পলেসের নাম ঘোষণা করে। নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী।
নোবেল অ্যাসেম্বলি জানায়, ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতির জন্য এই বিজ্ঞানীরা রসায়নে নোবেল পেলেন। ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল যৌথভাবে কার্যকরী ‘ক্লিক কেমিস্ট্রির’ ভিত্তি স্থাপন করেছেন। যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো খুব দ্রুত এবং কার্যকরভাবে সংযুক্ত হয়। অপরদিকে ক্যারোলিন বের্তোজি জীবিত কোষে ক্লিক কেমিস্ট্রির ব্যবহার শুরু করে একে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন।
বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। জিন গবেষণার মাধ্যমে মানব বিবর্তনের অজানা অধ্যায়ে আলো ফেলা সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো এবার চিকিৎসায় নোবেল জিতেছেন। সোমবার ঘোষণা হয় পদার্থবিদ্যার নোবেল। বিজড়িত ফোটন কণা নিয়ে কোয়ান্টাম বলবিদ্যার ‘যুগান্তকারী’ গবেষণার স্বীকৃতিতে এবছর পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী অ্যালেইন আস্পেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গার। এরপর আজ বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। কাল শুক্রবার শান্তি এবং আগামী ১৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। খবর বিডিনিউজের।
১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। করোনাভাইরাস মহামারীর কারণে গত দুবছর এই আনুষ্ঠানিকতা ছাড়া হয়েছিল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না : কাদের
পরবর্তী নিবন্ধআজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী