ক্লাশ ও লায়ন্স ক্লাব অব পারিজাত এলিটের ক্যান্সার দিবস পালিত

| বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

বিশ্ব শিশু ক্যানসার দিবস উপল চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিসটেন্স অ্যান্ড সাপোর্ট সার্ভিসেসের (ক্লাশ) উদ্যোগে গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে স্থানীয একটি হলে শিশুতোষ ক্যান্সার সচেতনতা মূলক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলোচকগণ শিশু স্বাস্থের বিষয়ে অধিকতর যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যসম্মত খাওয়ার অভ্যাস গড়ার এবং স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সভায় আরো অভিমত প্রকাশ করা হয়, শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় নিশ্চিত করা গেলে এই ঘাতক ব্যাধি থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। সংগঠনের সভাপতি ওসমান গনি মনসুরের সভাপতিত্বে সমাবেশে ক্লাশ সাধারণ সম্পাদক এ এম মহিউদ্দিন, ডা. রওনক জাহান. ডা. বনানী চৌধুরী, অভিভাবক আনোয়ার সিদ্দিক চৌধুরী, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে লায়ন্স ক্লাব অব পারিজাত এলিট ও ক্লাসের যৌথ উদ্যোগে চমেক ক্যান্সার ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের মাঝে উপহার সামগ্রী ও পথ্য বিতরণ করা হয়। এতে দুস্থ রোগীদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা। এসময় লায়ন হাসান মাহমুদ, ডা. কামরুন নাহার মুক্তা, ডা. নওরীন জাহান রাহি, লায়ন জাহানারা বেগম, লায়ন এসকে বিশ্বাস, লায়ন হুমায়রা কবির চৌধুরী, লায়ন মো. জামালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশিদের ‘অবিলম্বে’ ইউক্রেন ছাড়ার পরামর্শ
পরবর্তী নিবন্ধভাষার টানে