ক্র্যাচে ভর করেই সফল চাষি

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙা গোমতি বাজার থেকে অদূরে বান্দরছড়া গ্রাম। গ্রামের পাশে ৯ বিঘা বর্গা জমিতে সবজির আবাদ করেছেন শফিউল বশর। তিনি অন্য কৃষকদের চেয়ে আলাদা। কারণ তিনি ক্র্যাচে ভর করেই সবজির আবাদ করেছেন। বাড়ির পাশে গড়ে তুলেছেন সবুজ সবজির সাম্রাজ্য। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল নিয়ে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে গেছেন তিনি। অর্জন করেছেন সফল সবজি চাষির জাতীয় স্বীকৃতিও। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যে সাফল্যের চূড়া স্পর্শ করা যায় তা দেখিয়ে দিয়েছেন শফিউল।
১৯৯৬ সালে এক প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে বাম পায়ে আঘাত পান শফিউল। এরপর সেখানে সংক্রমণ দেখা দিলে দীর্ঘ চিকিৎসা শেষে ২০০১ সালে তার বাম পা কেটে ফেলতে হয়। তখন থেকেই ক্র্যাচের ওপর ভর করে চালাচ্ছেন সংসার। সবজি ক্ষেতে ক্র্যাচের ওপর ভর করে হাঁটতে হাঁটতে প্রতিবেদককে নিজের সবজি বিপ্লবের গল্প শোনালেন মো. শফিউল বশর। তিনি বলেন, ‘শারীরিকভাবে অক্ষম হলেও ভিক্ষাবৃত্তি নয়; নিজের মনের জোরে সাফল্যের স্বপ্ন দেখেছি। এক দশক আগে নিজের দশ শতক জমিসহ বর্গা জমিতে চাষাবাদ শুরু করি। সবজি ক্ষেতের যত্ন নিয়েছি।’
তার সবজি ক্ষেতে দেখা যায়, মিষ্টি কুমড়া, শশা, ফুলকপি, বাঁধাকপি, কাচা মরিচ, করলা ও টমেটো। এছাড়া ডায়মন্ড জাতের আলু গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে চাষ করেছেন ভুট্টা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির আঙিনায় গড়ে তোলা সবজি ক্ষেত পরিচর্যা করেন তিনি। এছাড়া তার ক্ষেতে কাজ করেন আরো ৯ জন শ্রমিক।
সবজি চাষ করে শফিউলের বাৎসরিক আয় ৫ থেকে ৬ লক্ষ টাকা। এছাড়া তার ক্ষেতে কাজ করা শ্রমিকদের পারিবারেও আর্থিক সচ্ছলতা এসেছে। শফিউল বশরের বড় ছেলে আবুল বশর বলেন, ‘লেখাপড়া শেষে চাকুরির পেছনে না ছুটে বাবার স্বপ্ন পূরণে বাবার সাথে কৃষি কাজে যুক্ত হয়েছি। বাবার অদম্য মনোবল আমাদেরকে অনুপ্রাণিত করে।’ উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, ‘একজন প্রতিবন্ধী হয়েও তিনি সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন। এটা অনেককে উজ্জীবিত করেছে।’ মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার শেখ মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শফিউল বশর একই জমিতে একাধিক ফসল ফলান। ফলে ফসলে রোগ বালাইর আক্রমণ কম হয়। পাশাপাশি কৃষকের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর কোহেলিয়া নদী ভরাট বন্ধে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধআধুনগরে পিকনিকের বাস খাদে, চালক নিহত, আহত ৬