ক্রেমলিনে ড্রোন হামলার নেপথ্যে ইউক্রেন, ধারণা যুক্তরাষ্ট্রের

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে এ মাসে হওয়া ড্রোন হামলা ইউক্রেনের গুপ্তচররা কিংবা সামরিক গোয়েন্দারা পরিচালনা করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস খবর জানিয়েছে। পত্রিকাটিতে বলা হয়েছে, হামলা কয়েক দফা গোপন অভিযানেরই অংশ, যা ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক হাতিয়ার সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্রে কর্মকর্তাদেরকে অস্বস্তিতে ফেলেছে। রাশিয়া এবং ইউক্রেনের যোগাযোগে আড়িপেতে এর ভিত্তিতে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা সম্পর্কে ওই ধারণা প্রকাশ করেছে। ইউক্রেনের যোগাযোগে আড়িপেতে কর্মকর্তারা বলেছেন, তাদের ধারণা, দেশটি ড্রোন হামলার জন্য দায়ী। খবর বিডিনিউজের।

ওদিকে, রাশিয়ার যোগাযোগে আড়িপেতে কর্মকর্তারা বলেছেন, এটি রাশিয়ার কোনও সাজানো অভিযান নয় বলেই ইঙ্গিত মিলেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞেস করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ বলেন, আমরা তাৎক্ষণিকভাবেই বলেছিলাম, হামলার পেছনে আছে কিয়েভ সরকার। আমরা এটি জানি। এ ব্যাপারে আমরা ওয়াকিবহাল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সব গোপন অভিযান বন্ধ করে দিয়েছেন বলে তারা বিশ্বাস করেন না। আগামীতে এ ধরনের অভিযানের ব্যাপারে তিনি কতটুকু জানেন তাও স্পষ্ট নয়। গত ৩ মে ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ করে রাশিয়া বলেছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার চেষ্টাতেই হামলা চালানো হয়। ক্রেমলিনের দূর্গে এ হামলায় দুটো ড্রোন ব্যবহার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিডনিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
পরবর্তী নিবন্ধন্যাটোর প্রশিক্ষণে অংশ নিতে নরওয়েতে বিশ্বের বৃহত্তম রণতরী