নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার থেকে চিতা বিড়ালের ছানাসহ মো. সাকিব বিন ইসলাম (২১) নামের এক যুবককে আটক করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক সাকিবের বাড়ি সাতকানিয়ার ছদহা ইউনিয়নে।
বৃহস্পতিবার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার থেকে চিতা বিড়ালের ছানাসহ মো. সাকিব বিন ইসলামকে (২১) আটক করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকায়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য জানান, দুটি চিতা বিড়ালের ছানা বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেয় সাকিব বিন ইসলাম। ক্রেতা সেজে যোগাযোগ করে সেই চিতা বিড়ালের ছানা দুটিসহ তাকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সাকিব জানিেয়ছে, রাউজান উপজেলার কোনো এক এলাকায় ঝোঁপের মধ্যে তিনি চিতা বিড়ালের ছানা দুটি দেখতে পেয়ে নিয়ে আসেন। পরে অনলাইনে সেগুলো বিক্রি করতে বিজ্ঞাপন দেন। আমরা জানতে পেরে ক্রেতা সেজে তার সাথে যোগাযোগ করি। ক্রেতা হিসেবে আমাদের দুজন আলাদাভাবে তার সাথে যোগাযোগ করে চিতা বিড়াল দুটি কিনতে চাই। তার মধ্যে একজনের কথায় সন্তুষ্ট হয়ে বিক্রিতে রাজি হন সাকিব। পরে তাকে কৌশলে কালামিয়া বাজার এলাকায় আনা হলে চিতা বিড়ালের ছানা দুটিসহ আটক করা হয় তাকে। এ ঘটনায় বনপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে সাকিব বিন ইসলামকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চিতা বিড়াল দুটি আপাতত আমাদের কাছে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।