ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল ৪ দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১। গতকাল দ্বিতীয় দিন বিভিন্ন বয়সী নারী পুরুষ পছন্দের আবাসনের খোঁজে নগরীর রেডিসন ব্লু’র মেলা প্রাঙ্গণে ছুটে আসেন। একই ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠান থাকায় ক্রেতা-দর্শনাথীরা ফ্ল্যাট বাসার সুবিধা অসুবিধাগুলো জেনে নেন। এসময় মেলায় অংশগ্রহণকারী স্টলের বিক্রয়কর্মীরা ক্রেতাদের বিরতিহীনভাবে তাদের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। গতকাল বিকেলে সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। অনেকে এসেছেন পরিবার নিয়ে। এদের একজন জিয়াউদ্দিন সুমন। তিনি বলেন, আমি দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে এসেছি। অনেকদিন ভাবছিলাম একটি ফ্ল্যাট কিনবো। কিন্তু কোন প্রতিষ্ঠান থেকে নেবো, সেটি ঠিক করতে পারছিলাম না। রেডিসনে মেলা হচ্ছে জেনে ছুটে এলাম। এখানে এক সাথে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এছাড়া শুনেছি ফ্ল্যাটের ক্রয়মূল্যের ওপর ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। দর্শনার্থী সেলিম উদ্দিন বলেন, রিহ্যাব মেলায় বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। উল্লেখ্য, ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১। এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে। মেলায় গোল্ড স্পন্সর হিসেবে ৪টি প্রতিষ্ঠান, কো স্পন্সর হিসেবে ১৫টি, ৬টি আর্থিক প্রতিষ্ঠান এবং ৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠানসহ মোট ৪৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান হচ্ছে চারটি। এরমধ্যে রয়েছে-এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, রূপায়ন সিটি উত্তরা, ইউএস বাংলা লিমিটেড এবং উইকন প্রপার্টিজ। কো স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই), সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজম্যান্ট লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, জুমাইরাহ হোল্ডিংস লিমিটেড, র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড, শেঠ প্রপার্টিজ লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, সাফ হোল্ডিংস লিমিটেড, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং সেম ইউপিভিসি লিমিটেড। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দুই ধরণের টিকেট থাকছে। সিঙ্গেল অপর মাল্টিপল। সিঙ্গেল টিকের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকেটে দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন।