পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ–৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ কিলোমিটার এবং এটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফাতাহ–৪ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে কাজ করবে। এটি সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র শক্তিকে আরও ব্যাপক ক্ষমতা, বিধ্বংসী শক্তি ও টিকে থাকার সক্ষমতা দেবে। এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীরা। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং তিন বাহিনীর প্রধানরা সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সেনাসদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। এর আগে, মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে, পাকিস্তান ফাতেহ সিরিজের আরও একটি ১২০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল।