ক্রিস গেইল মানেই ক্রিকেটের নিখাদ ‘এন্টারটেইনার’। তা সে বাইশ গজের ভেতরেই হোক কিংবা বাইরে। গতকাল মাঠে নামার আগে বেশ খানিকটা ‘মাস্তি’ করে নিলেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাট হাতে গেইলের ঝড় দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শকরা। তার আগে নিজের ক্যারাম খেলার ‘দক্ষতা’ প্রদর্শন করলেন টি-টোয়েন্টির ‘ইউনিভার্স বস’। তবে তার সেই ‘দক্ষতা’ দেখলে হাসি থামিয়ে রাখা মুশকিল। কারণ মাঠে ব্যাট হাতে গেইল যতটা বিধ্বংসী, ক্যারামে তিনি ততটাই আনকোরা। নিজেদের সোশ্যাল মিডিয়াতে গেইলের ক্যারাম খেলার একটি ভিডিও পোস্ট করেছে টিম পাঞ্জাব। যেখানে নিজের বেসের গুটি ফেলতে গিয়েও ঘাম ছুটেছে ক্রিস গেইলকে। একবার নয় বেশ কয়েকবার নিজের আঙুল কিভাবে রাখবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না তিনি। যা দেখে গেইলের ক্যারাম খেলার দক্ষতা সম্বন্ধে সকলেই বুঝতে পারবেন। তবে যেই খেলা গেইল জানতেনই না, সেই খেলা শুনে ও দেখে রপ্ত করেছেন তিনি।