ক্রিকেট যে আমার বড় প্রিয় খেলা
সবসময়ই দেখি,
দেখে দেখে আনন্দ যেমন পাই
ক্রিকেট নিয়েও লিখি।
যখন উঠে ক্রিকেট ব্যাটে
শুধু ছক্কা আর চার,
আমার চোখ তখন স্কোর বোর্ডে
ধারি নাকো কিছু ধার।
প্রিয় খেলাটি আরো প্রিয় হয়
যখন জিতে যায় দেশ,
পরাজয়ে লাগে যে কষ্ট
জিতলে লাগে বেশ।