ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত ৪, আহত ১০

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর স্টকটনে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্টকটনের একটি রেস্তোরাঁয় গুলির ঘটনাটি ঘটে। স্টকটনের ভাইস মেয়র জেইসন লি এক ফেসবুক পোস্টে বলেছেন, প্রকৃতপক্ষে কী ঘটেছে তা বোঝার জন্য আমি কর্মী ও জননিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।

পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে স্টকটনের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে একটি গুলির ঘটনা ঘটেছে বলে খবর পায়। সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে স্যান জোয়াকিন শেরিফ দপ্তর বলেছে, এই সময়ে আমরা নিশ্চিত করতে পারি যে প্রায় ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন আর তাদের মধ্যে চারজনের নিশ্চিত মৃত্যু হয়েছে। এটি খুব সক্রিয় ও চলমান তদন্ত। তথ্য এখনও সীমিত। প্রাথমিক ইঙ্গিতগুলোতে থেকে ধারণা পাওয়া যাচ্ছে, এটি সম্ভবত একটি পরিকল্পিত ঘটনা, তদন্তকারীরা সব সম্ভাবনা খতিয়ে দেখছে। বিবিসি জানিয়েছে, এক সন্দেহভাজন এখনও ধরা পড়েনি আর আহতদের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সম্ভবত কাউকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

হতাহতদের মধ্যে পূর্ণবয়স্ক ও শিশুরা রয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোমের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকে এই ভয়ঙ্কর গুলিবর্ষণের কথা জানানো হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.০৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাকিস্তানসহ তিন দেশে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড