ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যাক্রামেন্টো শহরের ব্যস্ত মহাসড়কে একটি চিকিৎসা সহায়তাকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। খবর বিডিনিউজের।

হেলিকপ্টারে কোনও রোগী না থাকলেও দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন, জানিয়েছে বিমান পরিবহন পরিচালনা সংস্থা। স্যাক্রামেন্টোর মেয়র কেভিন ম্যাকার্টি এক্সএ প্রকাশিত পোস্টে বলেছেন, হেলিকপ্টারটি শহরের ৫৯ নম্বর স্ট্রিটের কাছে মহাসড়কের পূর্বমুখী দিকের অংশে পড়ার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিমান পরিবহন সংস্থা রিচ রয়টার্সকে ইমেইলে জানিয়েছে, আমরা পরিস্থিতির বিস্তারিত এবং ক্রুর অবস্থার খোঁজ নিচ্ছি। আহত সব ক্রুকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এটি (রিচ) পশ্চিম যুক্তরাষ্ট্রে গুরুতর অসুস্থ ও আহতদের সেবা প্রদান করে।

প্রাথমিকভাবে সিবিএস নিউজ এই দুর্ঘটনার খবর প্রকাশ করে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। স্যাক্রামেন্টো দমকল কর্তৃপক্ষ এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) রয়টার্সের মন্তব্যের অনুরোধে এখনও কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেনি।

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তানে আদালতে হামলা, অগ্নিসংযোগ, বিচারক অপহৃত
পরবর্তী নিবন্ধগাজাগামী ফ্লোটিলার ১৩০ জনকে জর্ডানে পাঠিয়েছে ইসরায়েল