ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

মার্কিন বিমান বাহিনীর অভিজাত বিমান প্রদর্শনী স্কোয়াড্রন থান্ডারবার্ডাস ডেমোনেস্ট্রেশনের একটি এফ১৬ যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। খবর বিডিনিউজের।

তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন, জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্যান বার্নাডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, পাইলট আহত হলেও তার আঘাত আশঙ্কাজনক নয়, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মার্কিন বিমান বাহিনীর নেভাদার নেলিস ঘাঁটি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এফ১৬ ফাইটিং ফ্যালকন বিমানটি প্রশিক্ষণ মিশন চলাকালে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমায় বিধ্বস্ত হয়। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ২৯০ কিলোমিটার দূরে মোহাভি মরুভূমির ট্রোন জনবসতি এলাকার কাছে আকাশযান দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যায় তারা। এর আগে ২০২২ সালে ট্রোনার কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ/১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছিলেন। বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে আর এ বিষয়ে জনসংযোগ দপ্তরের ৫৭তম শাখা আরও তথ্য প্রকাশ করবে।

মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডাস স্কোয়াড্রন বিমান প্রদর্শনীগুলোতে বিভিন্ন চমকপ্রদ কৌশল প্রদর্শন করে খ্যাতি পেয়েছে। এই স্কোয়াড্রনের পাইলটদের বিমান নিয়ে পরস্পরের প্রায় পাশ ঘেঁষে উড্ডয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। কী পরিস্থিতিতে এফ১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে সংক্ষিপ্ত বিবৃতিতে তা জানায়নি মার্কিন বিমান বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৮১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধট্রাম্পের সঙ্গে কথোপকথন শ্রদ্ধাপূর্ণ ও আন্তরিক ছিল : মাদুরো