ক্যালসিয়াম ঘোষণায় গুঁড়োদুধ ডেক্সট্রোজ, কফি আমদানি

দেড় কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান জিওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে গুঁড়োদুধ, ডেক্সট্রোজ, কফি মেট ও মেনথলসহ বিভিন্ন পণ্য নিয়ে এসেছে। মিথ্যা ঘোষণায় চীন থেকে চার কন্টেনার এসব পণ্য আমদানির মাধ্যমে আমদানিকারক প্রায় দেড় কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্জ (এআইআর) শাখার কর্মকর্তারা। শাখার উপকমিশনার মো. সাইফুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আমদানিকারক চীন থেকে ক্যালসিয়াম কার্বনেট ঘোষণায় চার কন্টেনার পণ্য আমদানি করে। কিন্তু কাস্টমসের এআইআর শাখা চালানটিতে ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির বিষয়ে জানতে পারে। বিষয়টি আঁচ করতে পেরে আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি খালাস না করে শিপিং এজেন্টের মাধ্যমে কন্টেনার চারটি চট্টগ্রাম বন্দরে না নামিয়ে সিঙ্গাপুরে ফেরত প্রদানের জন্য রিটার্ন অন বোর্ড (আরওবি) ঘোষণা দেয়। পরবর্তীতে কাস্টমসের চাপে শিপিং এজেন্ট কন্টেনার চারটি চট্টগ্রাম বন্দরে খালাস করে। এরপর গত বুধবার এসব কন্টেনারের শতভাগ কায়িক পরীক্ষায় ৬০ টন ডেঙট্রোজ, ১৫ টন গুঁড়াদুধ, এক টন কফি মেট, তিন টন মেনথলসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। চালানটিতে মাত্র তিন টন ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় বলে জানায় কাস্টমস। এর আগে গত ২০ সেপ্টেম্বর একই আমদানিকারক ক্যালসিয়াম কার্বনেট ঘোষণায় আরেক চালানে ডেঙট্রোজ ও গুঁড়াদুধ আমদানি করে। কিন্তু কাস্টমসের এআইআর শাখা ওই চালানটিও আটক করে। ওই চালানে প্রায় এক কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসের ধা*ক্কায় নিভে গেল কলেজ ছাত্রের জীবন প্রদীপ
পরবর্তী নিবন্ধসোডার বস্তায় ঘন চিনি, গুঁড়োদুধ আমদানি