সারা দেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২৮-৩০ শে মার্চ কোভিড-১৯ গণটিকা প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নিয়ে সমন্বয় সভা গতকাল রোববার দুপুরে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চেীধুরী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, এমও সিএস ডা. মো. ওয়াজেদ চেীধুরী অভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অডিনেটর ডা. ইমং প্রু চেীধুরী, সার্ভিল্যান্স ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সরওয়ার আলম, ইউনিসেফের কনসালটেন্ট ডা. প্রসূন রায়, জোনাল মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন রানা, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হাসান মুরাদ চেীধুরী , ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন প্রমুখ। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চেীধুরী জানান, আগামী ২৮-৩০শে মার্চ সারা দেশে একদিনে এক কোটি ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন গত ২৬-২৮ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১ দিনে ১ কোটি ক্যাম্পেইনের ১ম রাউন্ডে ১ম ডোজ টিকা গ্রহণকারী সকলকে পূর্বের কেন্দ্র হতে ২য় ডোজ টিকা গ্রহণ করতে হবে। ১৮ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীর যাদের ২য় ডোজ গ্রহণের পর ৪ মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে এলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সম্মুখ সারীর যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ্য এবং নারীদের প্রাধান্য দেওয়া হবে। ১২ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীর যারা এখনো ১ম ডোজ টিকা গ্রহণ করেননি তাদেরকে এই ক্যাম্পেইন চলাকালে ১ম ডোজ গ্রহণ করতে পারবে।