ক্যাম্পে রোহিঙ্গাদের গণপিটুনিতে সশস্ত্র সন্ত্রাসী নিহত, গুলিবিদ্ধ ৩

উখিয়া প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

প্রতিরোধের মুখে সাধারণ রোহিঙ্গাদের গণপিটুনির শিকার হয়ে এক সশস্ত্র রোহিঙ্গা আরসা সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে তিনজন রোহিঙ্গা আহত হয়। গতকাল রোববার ভোরে উখিয়ার ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার ভোর ৪ টার দিকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় সাধারণ রোহিঙ্গারা জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে এক সন্ত্রাসীকে গণপিটুনি দেয়। গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়।

উখিয়া থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং নিহত রোহিঙ্গা সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, হামলাকারীরা সন্ত্রাসী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে জানা গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকশ বিশ কোটি টাকার আইস জব্দ
পরবর্তী নিবন্ধআইআইডিসিআরের ১২ সদস্যের টিম চট্টগ্রামে, যাবেন রোগীদের বাসা-বাড়িতেও