ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সেনা ফাঁড়িতে ইসলামপন্থি বিদ্রোহীদের হামলায় অন্তত ছয় সৈন্য নিহত ও চার জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিআরটিভি শনিবার এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সামপ্রতিক মাসগুলোতে ক্যামেরুনের উত্তরাঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। খবর বিডিনিউজের।
দেশটি কয়েক বছর ধরে প্রতিবেশী নাইজেরিয়া ও শাদের পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াই করছে। সমপ্রতি ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে তাদের।
ক্যামেরুনের ফার নর্থ রিজিয়ন প্রদেশের সাগমে জেলার প্রধান লাজারে এনডোনগো এনডোনগো রয়টার্সকে বলেন, গতকাল স্থানীয় সময় ভোর ৪টার দিকে সাগমের সেনা ফাঁড়িতে একদল হামলাকারী আক্রমণ চালিয়েছে। তারা ছয় থেকে সাতটি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে এবং বাকিরা হেঁটে এসেছে। এটি বিশাল একটি আক্রমণ ছিল।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন টুইটারে হতাহতের সংখ্যা জানিয়েছে কিন্তু ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। পরিচয় না প্রকাশ করার শর্তে দুটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলায় অন্তত আট জন সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।