ক্যানারি দ্বীপপুঞ্জের পথে ৫ মাসে পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে, যা নজিরবিহীন। অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠী ওয়াকিং বর্ডারস এর বুধবারে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে’র মধ্যে মরক্কো, মৌরিতানিয়া, সেনেগাল ও গাম্বিয়া থেকে ক্যানারি যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে ৪ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।

৯৫ শতাংশ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু মধ্য দিয়ে আফ্রিকা ও স্পেনের মধ্যবর্তী জলপথটি সবচেয়ে প্রাণঘাতী রুটে পরিণত হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে দ্বীপপুঞ্জে আগত অভিবাসন প্রত্যাশীর সংখ্যা এক বছর আগের তুলনায় পাঁচগুণ বেড়ে ১৬ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। একই সময় আলজেরিয়া থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের দক্ষিণপূর্ব উপকূলে যাওয়ার ভূমধ্যসাগরীয় রুটটিতে মৃত্যু হয় ১৭৫ জন অভিবাসন প্রত্যাশীর, যা এটিকে দ্বিতীয় প্রাণঘাতী জলপথে পরিণত করেছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক সংস্কার নিয়ে সংঘর্ষে উত্তাল আর্জেন্টিনার রাজধানী
পরবর্তী নিবন্ধ২০২৩ সালে বিশ্বে রেকর্ড ১১ কোটি ৭৩ লাখ মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ