ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) কর্মরত ক্যাজুয়াল শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় ক্যাজুয়াল শ্রমিকরা আউট সোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বেতন কাঠামো নির্ধারণ বন্ধের দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, ডিএপি ফার্টিলাইজার কারখানায় কমিশন গঠিত হওয়ার পর থেকে কারখানায় কর্মরত ক্যাজুয়াল শ্রমিক–কর্মচারীরা কাজ করে আসলেও একটি চক্র কারখানায় আউট সোর্সিংয়ের নামে সেবা খাত তৈরি করে একটি নীতিমালা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। বক্তারা আরও দাবি করেন, কারখানার ৩৫তম ও ১১৭তম বোর্ড সভায় ১৯৬ জন ক্যাজুয়াল কর্মচারীদের দৈনিক ভিত্তিতে নিয়োগ বাস্তবায়ন প্রতিবেদন কার্যকর করার জন্য ও আউট সোর্সিং প্রক্রিয়ার কাঠামো নির্ধারণ বন্ধ করার জন্য জোর দাবি জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল করিম চৌধুরী বাবুল, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন গফুর খোকন, সিবিএ সভাপতি মো. ফরিদ, সাধারণ সম্পাদক মো. জাহের, মো. শাহ জালাল, আরিফ হোসেন, নাসির খান, মো. জাবের, মানিক কুমার সাহা, মো. শরীফ, মো. ইলিয়াছ, শিপন, জানে আলম, মো. ইসমাইল, মো. পারভেজসহ ক্যাজুয়াল শ্রমিকরা।