মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিজয়ের আনন্দ-বেদনার কাব্যের বাচিক পরিবেশনায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। গতকাল শুক্রবার বিকালে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী ভবনে ‘বিজয়ের পঙক্তিমালা’ শিরোনামে এক আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় গৌরবের এই দিনটির প্রতি শ্রদ্ধা জানায় ক্বণনের একঝাঁক আবৃত্তি শিল্পী। ক্বণন সভাপতি এবং আবৃত্তির শিক্ষক মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য সৌভিক চৌধুরী। আরো বক্তব্য রাখেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী রাশেদ মুহাম্মদ ও সাইমুম মুরতাজা। ক্বণন সদস্য শুভ্রা চক্রবর্তীর সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করে ক্বণন সদস্য মোহাম্মদ ওয়াসিম, প্রেমা চৌধুরী, মুহতারিমা, মেহরাজ, মুনয়িম আসরা, সৌভিক চৌধুরী, রাশেদ মুহাম্মদ, সাইমুম মুরতাজা। বিজয় দিবস উদযাপনের এই পরিচ্ছন্ন আবৃত্তি অনুষ্ঠানে ক্বণনের সদস্য আবৃত্তিকাররা কবি সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান, মারুফ রায়হান, হেলাল হাফিজ, মারুফুল ইসলাম ও নাসিমা সুলতানার কবিতা থেকে আবৃত্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।