ক্বণনর আবৃত্তি অনুষ্ঠান ‘একুশের পঙক্তিমালা’

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গতকাল ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন ‘একুশের পঙক্তিমালা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। একুশে ফেব্রুয়ারি চেরাগীতে মহড়া হলে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ‘একুশের পঙক্তিমালা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মোসতাক খন্দকার।
বক্তব্য রাখেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী। ক্বণন সদস্য সূচনা দাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন একুশ পালন কমিটির আহ্বায়ক ক্বণন সদস্য মোহাম্মদ ওয়াসিম। মহান একুশের কবিতার আবৃত্তি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অমর একুশের পংক্তিমালার আবৃত্তি পরিবেশন করে ক্বণন পরিবারের আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী, শরীফ মাহমুদ, সাইমুম মুরতজা, মোহাম্মদ ওয়াসিম, আবসার তানিম, রুহুল্লাহ আকমল, প্রেমা চৌধুরী, ফারুক আজম, তমা দাশ, জুঁই বিশ্বাস, মিজানুর রহমান, শুভ্রা চক্রবতী, রুমানা ন্যান্সী, সূচনা দাশ, সুস্মিতা চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম ও আবদুল মুনয়িম আসরা। একুশের গান পরিবেশন করে ইব্রাহিম মাহমুদ ও শুভ্রা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজিজুল হক শেরে বাংলা মাজার পুনঃনির্মাণ কমিটির সভা
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট চট্টগ্রামের রক্তদান কর্মসূচি