কোয়ালিটি স্পোর্টস ক্লাবের এক সভা ক্লাবের সভাপতি জাফর আহম্মদ এর সভাপতিত্বে এবং সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় া অনুষ্ঠিত হয়। উক্ত সভার আসন্ন সি জে কে এস এর অধীনে অনুষ্ঠিতব্য প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ এর বিষয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ক্লিপটন গ্রুপের পরিচালক আলহাজ্ব এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরীকে ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এছাড়া সাগর স্ক্রিং প্রিন্টার্স প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.টি.এম ওসমান গনি কে সাধারণ সম্পাদক ও কামরুল হাসান সোহেল কে ম্যানেজার হিসেবে মনোনীত করে ৪১ সদস্যের একটি শক্তিশালী ফুটবল কমিটি গঠন করা হয়। কোচ হিসেবে সাবেক জাতীয় ফুটবলার একরামুল রহমান রানা কে মনোনীত করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, আনোয়ারুল আজিম মিনু, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ, কোয়ালিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা এবং সাবেক ফুটবলার সৈয়দ আবু মোঃ মামুন, রাশেদুল ইসলাম, আব্দুল মোতালিব মাসুদ, সৈয়দ কামরুল হাবীব, জানে আলম, নাজমুল আলম খান, আনিসুর রহমান, কামরুল হাসান, দেলোয়ার হোসেন, নেজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, নাজমুল হক নজু, ইকবাল আহম্মদ, আদর, পারভেজ, টিপু, মোজাম্মেল, নুর আলম সাকিব, রবিন, নাহিদ, মোখলেছ, জসিম, ফোরকান, হাবীব, কামাল, ইসমাইল, মনসুর, মামুন, ইউসুফ, খোকন, মনি, সাফায়েত, সানি, আজগর, হুমায়ুন কবির, জাহাঙ্গীর জামিল এবং অধ্যক্ষ দবির উদ্দিন।