কোয়ান্টামের শিক্ষার্থী ওয়ার্কশপ ও নবীনবরণ

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

ষোলশহর এলজিইডি ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারে দিনব্যাপী গ্র্যাজুয়েটদের নবীনবরণ ও শিক্ষার্থী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত ছেলে শিক্ষার্থী ও দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত মেয়ে শিক্ষার্থীদের কর্মশালা অনুষ্ঠিত হয়। সবশেষে চট্টগ্রামে অনুষ্ঠিত কোয়ান্টাম মেথড কোর্স ৪৬৮ ব্যাচ ও ৪৭৩ তম ব্যাচের নবীন গ্র্যাজুয়েটদের নবীনবরণ বিকেল ৪.৩০টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কোয়ান্টাম ফাউন্ডেশ চট্টগ্রাম সেন্টারে অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস. এম. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থী কর্মশালায় আলোচক ছিলেন- কোয়ান্টাম ফাউন্ডেশনের আর্ডেন্টিয়ার রুবাইয়াত হাসান সিরাজ। আলোচনার বিষয় ছিল ‘ভালো শিক্ষার্থী, ভালো রেজাল্ট, ভালো মানুষ’। কর্মশালা শুরু হয় শুকরিয়ার মেডিটেশন দিয়ে। আলোচনার পাশাপাশি দেখানো হয় তিনটি ডকুমেন্টারি। শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে বিভক্ত করে গ্রুপ ডিসকাশনের উদ্যোগ নেয়া হয়। দেয়া হয় কয়েকটি নৈতিক গল্পের থিম। প্রতিটি দলকে উপহার হিসেবে দেয়া হয় সফল শিক্ষার্থী কণিকা। সেইসাথে কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতকের দিকনির্দেশনা সমৃদ্ধ- স্কুল, কলেজ খোলার পরিপ্রেক্ষিতে অভিভাবকদের করণীয় বিষয়ে একটি সময় উপযোগী ডকুমেন্টারি দেখানো হয়। কর্মশালায় ৩০০ ছাত্র, ৩০০ ছাত্রীসহ ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নবীনবরণে আলোচক ছিলেন- কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের আহ্বায়ক মো. মাহমুদুজ্জামান। আলোচনার বিষয় ছিল- সৎ সঙ্ঘে একাত্ম থাকার গুরুত্ব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা মেধা বিকাশের সুযোগ লাভ করে’
পরবর্তী নিবন্ধহেফাজত ইসলামকে জড়িয়ে অপপ্রচারণার প্রতিবাদ