কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারে ফল উৎসব

| বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের আলোকাইন কার্যক্রমে দেশীয় ফল উৎসব গত ২০ জুন অনুষ্ঠিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত শত শত কোয়ান্টাম পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ অংশ নেয়। শিক্ষার্থীরা দেশীয় ফলের নাম জানার চেষ্টা করে।

প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় ৩০ প্রকারের দেশীয় ফলমূল প্রদর্শনীতে স্থান পায়। আলোকায়ন প্রোগ্রামে আগত অংশগ্রহণকারীরা ফল দেখার পাশাপাশি লামা কোয়ান্টামে উৎপাদিত আরোগ্যপালি আম, কাঁঠাল ও লেবু সংগ্রহ করেন। ফল উৎসব আলোকায়নে আলোচনার বিষয় ছিল কোয়ান্টাম ইয়োগা : সুস্থ থাকার পরিপূর্ণ দর্শন। ফল উৎসবে প্রায় পাঁচ শতাধিক দর্শনার্থী দেশীয় ফলের উৎসবে অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সেগুন কাঠসহ দুই ব্যক্তি আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্যাসর