কোয়ান্টাম পদার্থবিদ্যাকে অন্য স্তরে পৌঁছে দিয়ে পদার্থের নোবেল

আজাদী ডেস্ক | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কোয়ান্টাম পদার্থবিদ্যা নিয়ে যাদের গবেষণা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম সেন্সরের উন্নয়নের দুয়ার খুলে দিয়েছে, সেই তিন বিজ্ঞানী পাচ্ছেন চলতি বছরের পদার্থবিদ্যার নোবেল। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস গতকাল মঙ্গলবার এই পুরস্কারের জন্য ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল দেভোরে এবং যুক্তরাষ্ট্রের জন মার্টিনিসের নাম ঘোষণা করে। নোবেল পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন তারা। খবর বিডিনিউজের।

২০২২ সালে কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত মৌলিক গবেষণার স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালান আসপেক্ট, জন ফ্রান্সিস ক্লাউসার ও অ্যান্টন জয়াইলিঙ্গার। তিন বছর পরে আবার পদার্থবিদ্যার নোবেলে ফিরে এলো কোয়ান্টাম। খবর বিডিনিউজ ও বিভিন্ন সংবাদ সংস্থার।

সুইডেনের নোবেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে এবারের পদার্থবিদ্যায় নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওদের আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আজকের দিনে এমন কোনো উন্নত প্রযুক্তি নেই যা কোয়ান্টাম মেকানিক্সের ওপর নির্ভর করে না। মোবাইল ফোন, ক্যামেরা থেকে শুরু করে ফাইবার অপটিক ক্যাবল পর্যন্ত সবকিছুতে এর প্রয়োগ রয়েছে। বিজয়ীদের মধ্যে জন ক্লার্ক যুক্তরাজ্যের ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাসে কর্মরত। মিশেল দেভোরে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন এবং তিনিও যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জন মার্টিনিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারা ক্যাম্পাসে অধ্যাপনা করছেন।

গত বছর পদার্থের নোবেল পেয়েছিলেন মেশিন লার্নিংয়ের দুই পথিকৃত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হপফিল্ড এবং কানাডার গবেষক জেওফ্রে ই হিন্টন। বরাবরের মতোই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। আজ বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআবরার ফাহাদের আত্মত্যাগই জুলাই অভ্যুত্থানের সিঁড়ি : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকুন : শিক্ষকদের ফখরুল