কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করেন চট্টগ্রাম নেতৃবৃন্দ। মানববন্ধনের পূর্বে এক সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহসভাপতি মো. ইদ্রিস কেরানী। তিনি চট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের ৫ হাজার শ্রমিকের পরিবারের কথা বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি নুর জামান জনি, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ আলম, কোষাধ্যক্ষ মো. জয়নাল, মো. হারুনুর রশিদ, মো. জিয়াউল হক বাবুল, মো. শাহজাহান, মো. কামাল, মো. আমজাদ, মো. রাশেদ, মো. খায়রুল, মো. মানিক, মো. নোমান, মো. শাহজাহান, মো. জুবাইর, মো. জালাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।