কোস্টগার্ডের অভিযানে ৯ জেলে উদ্ধার, এক ডাকাত আটক

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতি

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৪১ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে জলদস্যুতার তৎপরতা বাড়ায় গভীর সাগরে মাছ শিকারে যেতে পারছে না জেলেরা। এতে জানমাল ও সম্পদের নিরাপত্তাহীনতায় পড়েছেন ফিশিং ট্রলার মালিকরাও। এরই মধ্যে এক ঘটনায় ডাকাতের কবলে পড়া ‘এফ বি আল্লাহর দান’ নামের একটি ফিশিং ট্রলারের ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় এক ডাকাতকে আটক করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক জানান, সোমবার বিকেলে কঙবাজারের মহেশখালীর ঘটিভাঙা এলাকার বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে ট্রলারটি ডাকাতির শিকার হয়। জরুরি সেবা নম্বর ১৬১১১এ খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে এবং একজন ডাকাতকে আটক করে। পরে আটককৃত ডাকাত ও ব্যবহৃত বোট মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

এদিকে কুতুবদিয়া জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, সাগরে জলদস্যুতার কারণে মৎস্যজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জলদস্যুদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সমন্বয়ে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধখেলাচ্ছলে পুকুরে পড়ে যায় শিশু দুটি, একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটি জেনারেল হাসপাতালে দুদকের অভিযান