কোর্টহিলে মুন্সিখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ

ছবি তুলতে গিয়ে হামলার শিকার দৈনিক আজাদীর ফটো সাংবাদিক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর কোর্টহিলে ক্লার্ক এসোসিয়েশন অফিসে (মুন্সিখানা) ভাঙচুর ও নথিপত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে জানা যায়নি। সম্ভাব্য কারণ হিসেবে ফায়ার সার্ভিস চট্টগ্রাম অফিস জানিয়েছে, উচ্ছৃখল জনতা আগুন দিয়েছে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। এতে নেতৃত্ব দেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক আজাদীকে বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা জানি না। তবে শুনেছি, গত মঙ্গলবার আদালত পাড়ায় তাণ্ডব চালানো ইসকন সদস্যদের নানাভাবে মুন্সিখানা থেকে সহযোগিতা করা হয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে কেউ হয়ত এ কাজ করেছে। আমাদের আইনজীবীরা করেছে কিনা তা জানি না।

এদিকে এ ঘটনার ছবি তুলতে গিয়ে দৈনিক আজাদীর ফটো সাংবাদিক অনুপম বড়ুয়াকে মারধর করা হয়েছে। তার ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, সাংবাদিকের ক্যামেরা কারা নিয়েছে সে বিষয়ে কোন তথ্য নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, সাংবাকিদের ক্যামেরা নিয়ে নেওয়া হয়েছে বিষয়টি শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছে। সেখানের কেউ ক্যামেরা নেওয়ার কথা স্বীকার করেনি। বিষয়টি আরো ক্ষতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় টমটমের ধাক্কায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধহৃদরোগ বিভাগে আগামী মাসে যুক্ত হচ্ছে আরেকটি এনজিওগ্রাম মেশিন