কোরবানির গরুবাহী ট্রাকচালক হত্যায় গ্রেপ্তার দুই ভাই

আজাদী অনলাইন | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে কোরবানির গরু বহনকারী এক ট্রাকচালককে গুলি করে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজধানী ঢাকার সাভারের দেওগাঁ এলাকা থেকে গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো সাদ্দাম হোসেন বাচা (৩১) ও মো. তুহিন (১৯)। বিডিনিউজ

দুই ভাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে র‌্যাবের দাবি। চট্টগ্রামের রাউজান উপজেলায় তাদের বাড়ি হলেও সাদ্দাম সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় এবং তুহিন নগরীর বায়েজিদ থানার আরেফীন নগরে থাকে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. নাছির উল হাসান খান জানান, গত ১৬ জুলাই এ হত্যাকাণ্ডের পর থানা পুলিশের সাথে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সাভারের দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ভাই ডাকাতিতে সরাসরি সম্পৃক্ত ছিল জানিয়ে মেজর নাছির বলেন, “বায়েজিদ লিঙ্ক রোডে তাদের একটি দল আছে যারা বিভিন্ন সময়ে ওই সড়কে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে।”

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও অন্তত সাতজন জড়িত থাকার তথ্য র‌্যাব পেয়েছে। তাদের ধরতেও কাজ করছে র‌্যাব।

গ্রেপ্তারের পর দুইজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ভোরে নগরীর বিবিরহাটে কোরবানির গরু নিয়ে যাওয়ার সময় ফৌজদারহাট-বায়েজিদ লিঙ্ক রোডের চার নম্বর সড়কের কাছে ট্রাকটির পথ আটকানো হয়। চালক ট্রাকটি চালিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে সামনে থেকে গুলি করা হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক।

ঘটনার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছিলেন, “মাগুরা থেকে চট্টগ্রামের বিবিরহাটে ১২টি গরু নিয়ে আসছিলেন এক বেপারী। চাঁদপুর-নোয়াখালী হয়ে চট্টগ্রামে আসার পথে ট্রাকে গাদাগাদি করে রাখায় একটি গরু অসুস্থ হয়ে যায়। সেজন্য নোয়াখালী থেকে আরেকটি ট্রাক ভাড়া করেন তিনি। সেই ট্রাকেরই চালক ছিলেন নিহত আব্দুর রহমান।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আটক ১
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে দায়ের কোপে খুন