মহামারীর দুই বছর পর এবারের কোরবানির ঈদের ছুটিতে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জনের প্রাণ গেছে, যা গত সাত বছরের কোরবানির ঈদের মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সমিতির পক্ষ থেকে এবারের ঈদের ছুটির দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরা হয়। সংবাদপত্রে আসা তথ্য সঙ্কলিত করে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়, ৩ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে এসব সড়ক দুর্ঘটনায় মোট ৭৭৪ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।