কোরআন মানব জাতির জীবন পরিচালনার গাইড লাইন

বাঁশখালীতে কেরাত সম্মেলনে সাইয়্যেদ আনোয়ার

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:২৮ পূর্বাহ্ণ

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা আল্লাহ তায়ালা প্রদত্ত একটি ঐশিগ্রন্থ, এটি মানব জাতির জীবন পরিচালনার একটি গাইড লাইন। এই মহা কিতাবের সাথে যারা বেয়াদবি করেছে তারা সকলেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ভবিষ্যতেও যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে। গতকাল সন্ধ্যায় বাঁশখালী উপজেলার পুকুরিয়ায় ২ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) ও আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
নতুন পাড়া মসজিদ এ মদিনা ও সিরাজুল ইসলাম মাদরাসা মাঠে পটিয়া মাদরাসার প্রধান ক্বারী মাওলানা আবদুস ছামাদের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন মসজিদে মদিনা ও সিরাজুল ইসলাম মাদরাসার পরিচালক মোহাম্মদ ইলিয়াছ। প্রধান মেহমান ছিলেন পটিয়া মাদরাসার প্রধান মুফতি হাফেজ আহমদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ ইসহাক। বিশেষ ওয়ায়েজিন ছিলেন পতেঙ্গা আলীয়া মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান, হাফেজ মুফতি মো. কালীমুল্লাহা, হাফেজ মাওলানা নূর আহমদসহ দেশবরেণ্য ওলামা মাশোয়েখগণ।
সমাপনী দিবসে কেরাত পরিবেশন করেন মিশরের ক্বারী শাইখ ছমির আনতাম মুসাল্লাম, শাইখ সালাম মুহাম্মদ সোলাইমান, তানজানিয়ার ক্বারী শাইখ ঈদী শাবান, পটিয়া জমিরিয়া মাদরাসার ক্বারী শাইখ আহমদুল হক ও ক্বারী শাইখ আব্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী সমিতি চট্টগ্রামের ফ্রি চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধদুর্বারের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নিয়ে শিশুমেলা