প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে থামনোই যাচ্ছেনা নবাগত দল কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে। দলটি এগিয়েই চলছে। অপরদিকে কোয়ালিটি স্পোর্টস ক্লাবও যেন দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে দুই গোলে এগিয়ে থাকার পরও মোহামেডান ব্লুজের সাথে ড্র করেছিল কোয়ালিটি। এরপর টানা দুই ম্যাচে জয় তুলে নিল দলটি। আগের দিনতো রীতিমত গোল বন্যায় ভাসিয়েছে অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা একাদশকে। আর গতকাল কিষোয়ান স্পোর্টিং ক্লাব অর্ধ ডজনেরও বেশি গোল দিয়েছে কাস্টমস স্পোর্টস ক্লাবের জালে। প্রিমিয়ার ফুটবল লিগের গত দুই ম্যাচে গোল বন্যায় ভেসে গেল দুই অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা এবং কাস্টমস স্পোর্টস ক্লাব। গত বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থাকে ৫–২ গোলে উড়িয়ে দিয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। লিগে কোয়ালিটি স্পোর্টস ক্লাবের এটি টানা দ্বিতীয় জয়। এই জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। ৭ গোলের এই দুর্দান্ত ম্যাচে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে খেলেছে কোয়ালিটি স্পোর্টিং ক্লাব।
অপরদিকে কিষোয়ান স্পোর্টস ক্লাবের জয় রথ থামাতেই পারছেনা কেউ। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে প্রথমবারের মত প্রিমিয়ার লিগে খেলতে আসা কিষোয়ান স্পোর্টিং ক্লাব। টানা তিন ম্যাচে জিতে পুরো ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এককভাবে শীর্ষে এখন কিষোয়ান স্পোর্টিং ক্লাব। গতকাল আরেক অফিস দল কাস্টমস স্পোর্টস ক্লাবকে ৭–০ গোলে বিধ্বস্ত করেছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। এবারের লিগে এটি সবচাইতে বড় জয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেছে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হোসেন। মুলত তার হ্যাটট্রিকেই বড় জয় পেয়েছে প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে আসা দলটি। চ্যাস্পিয়ন উদয়ন সংঘকে ৫–১ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল কিষোয়ান স্পোর্টিং ক্লাব। এবার তারা তুলে নিল সবচাইতে বড় জয়টি। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে ২–০ গোলে হারিয়েছিল কিষোয়ান স্পোর্টিং ক্লাব।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ৬ গোল হজম করে কাস্টমস এস সি। ৭ মিনিটে আনিসুর রহমান গোলের সূচনা করেন। পরের মিনিটে সাজ্জাদ হোসেন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২০ মিনিটে ব্যবধান ৩–০ করেন সাজ্জাদ হোসেন। এটি তার দ্বিতীয় গোল। ২৩ মিনিটে সাহেদুল আলম গোল করলে ব্যবধান দাড়ায় ৪–০। ২৮ মিনিটে সাজ্জাদ হোসেন নিজের হ্যাটট্রিক পূরণ করেন। এবারের লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। সে সাথে কিষোয়ান এগিয়ে যায় ৫–০ গোলে। ৪১ মিনিটে জাহেদুল আলম গোল করলে ৬–০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব।
বিরতির পর অবশ্য আর গোল বাড়ানোর চেষ্টা করেনি কিষোয়ান। এই অর্ধে একটি মাত্র গোল করেছে দলটি। সেটিও দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৫৫ মিনিটে। জাহেদুল আলম নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে সপ্তম গোলটি করেন। এরপর কেবলই সময় কাটিয়েছে দু দল। গোলের সংখ্যা আর বাড়েনি বা বাড়ানোর চেষ্টাও করেনি। ফলে ৭–০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কিষোয়ান স্পোর্টিং ক্লাব খেলোয়াড় সাজ্জাদ হোসেন। তার হাতে পুরষ। কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন।
আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমখি হবে মাদারবাড়ী উদয়ন সংঘ এবং চট্টগ্রাম মোহামেডান ্পোর্টিং ক্লাব ব্লুজ। খেলাটি শুরু হবে বিকেল সোয়া তিনটায়।