ভবিষ্যতে আবারও কোভিড-১৯ সংক্রমণের বড় ঢেউ আসার বাস্তব সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা, যারা মহামারীর মডেল নিয়ে গবেষণা করে সরকারকে পূর্বাভাস দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সমপ্রতি ইংল্যান্ডে মহামারী নিয়ন্ত্রণে আরোপিত কঠোর বিধিনিষেধের আইনি বাধ্যবাধকতা শিথিলের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য হল, মহামারী যেহেতু এখনও শেষ হয়নি, তাই ব্রিটেনকে কোভিডের সঙ্গেই বাঁচতে শিখতে হবে। খবর বিডিনিউজের।
দ্য সায়েন্টিফিক প্যানডেমিক ইনফ্লুয়েনজা গ্রুপ অন মডেলিং, অপারেশনাল সাব-গ্রুপ বলছে, মধ্য ও দীর্ঘ মেয়াদে সংক্রমণ বাড়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের আর্বিভাবের ওপর। এর সঙ্গে যোগ হতে পারে জনগণের শরীরে আগের সংক্রমণ বা টিকার মাধ্যমে তৈরি হওয়া অ্যান্টিবডির সুরক্ষা কমতে থাকা নাগরিকদের মেলামেশার ধরনের ওপর।
এক বিবৃতিতে এসপিআই-এম-ও বলেছে, তাদের মডেল অনুযায়ী যে পূর্বাভাস মিলছে, তা হল- হাসপাতাল বা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ ফেলতে পারে- এমন বড় আকারের সংক্রমণের ঢেউ আসার একটি ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। করোনাভাইরাস মহামারী শুরুর পর ব্রিটেনে এ পর্যন্ত এক লাখ ৫৭ হাজার ৭৩০ জনের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সপ্তম সর্বোচ্চ, এদিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।












