কোভিড নিয়ে ‘ঘ্যানঘ্যানানি বন্ধ’ করতে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

ব্রাজিলে কোভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করে উল্টো দেশবাসীকে এ রোগ নিয়ে ‘ঘ্যানঘ্যানানি বন্ধ করতে’ বলেছেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, দেশটিতে এ রোগের সংক্রমণ ও মৃত্যু উভয়ই আবার বাড়তে শুরু করেছে। কোভিড-১৯ মহামারীতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। সেখানে দুই লাখ ৬০ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবারও সেখানে ১ হাজার ৬৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগের দিন মারা যান ১ হাজার ৯১০ জন। ব্রাজিলে বৃহস্পতিবার ৭৫ হাজার ১০২ জন নতুন রোগী শনাক্ত হয়। যা দেশটিতে দৈনিক শনাক্তের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। ব্রাজিল এখনো মহামারীর সবথেকে খারাপ সময় পার করছে। দেশটির হাসপাতালগুলো কোভিড আক্রান্ত রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। কেন্দ্র থেকে রোগের বিস্তার নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ না করায় কয়েকটি বড় বড় নগরী এবং রাজ্য নিজেরাই নানা বিধি নিষেধ আরোপ করেছে। ব্রাজিলে ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে ভাইরাসের অধিক সংক্রামক নতুন ধরন। অ্যামাজনের মানাউস নগরীতে ভাইরাসের নতুন ওই ধরনটি সবার আগে শনাক্ত হয়। যা এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধআস্থা ভোটে ইমরানের জয়
পরবর্তী নিবন্ধমিয়ানমারে প্রাণহানি: সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা চান জাতিসংঘের দূত