কোভিড আক্রান্ত হওয়ার ভয়ে তিন মাস বিমানবন্দরে

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কোভিড সংক্রমণের ভয়ে বাড়ি না গিয়ে বিমানবন্দরেই তিন মাস কাটিয়ে দিয়েছেন আদিত্য সিং নামের এক ব্যক্তি। এতদিন কেউ তা জানতেও পারেনি। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর শনিবার গ্রেপ্তার করা হয় আদিত্যকে।
বিবিসি জানায়, এয়ারলাইন্সের একজন কর্মী আদিত্যকে তার আইডি কার্ড দেখাতে বললে তিনি একটি ব্যাজ দেখান। কিন্তু ওই ব্যাজটি আসলে বিমানবন্দরের একজন অপারেশন ম্যানেজারের। যিনি গত অক্টোবরে সেটি হারিয়ে যাওয়ার কথা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। খবর বিডিনিউজের।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে যান আদিত্য। কিন্তু মহামারীর মধ্যে আর ফ্লাইটে চড়ার সাহস করতে না পেরে তিনি বিমানবন্দরের প্রবেশ সংরক্ষিত এলাকায় থেকে যান। ‘শিকাগো ট্রিবিউন’ পত্রিকাকে রাজ্যের সহকারী এটর্নি ক্যাথলিন হ্যাগের্টি বলেন, বিমানবন্দরের স্টাফের হারিয়ে যাওয়া ব্যাজটি আদিত্য খুঁজে পেয়েছিলেন বলে জানতে পেরেছেন তিনি। কোভিডের কারণে তিনি (আদিত্য) বাড়ি ফিরতে ভয় পাচ্ছিলেন। যাত্রীদের দেওয়া খাবার খেয়েই তিনি এতদিন সেখানে ছিলেন, বলেন, হাগের্টি। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কুক কাউন্টির বিচারক সুসানা ওর্তিজ।
তিনি বলেন, যদি আমি ঠিকঠাক বুঝে থাকি তবে আপনি আমাকে বলতে চাইছেন, বাইরের একজন মানুষ যিনি বিমানবন্দরের কর্মী নন তিনি ও’হারে বিমানবন্দর টার্মিনালের প্রবেশ সংরক্ষিত অংশে ১৯ অক্টোবর ২০২০ থেকে ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত অবস্থান করেছেন এবং কেউ তাকে সন্দেহ করেনি? আপনি আসলে কী বলছেন তা আমি ঠিকমত বুঝতে চাই।
আদিত্য লস অ্যাঞ্জেলেসের একটি শহরতলীতে বাস করেন। তার অতীত অপরাধের কোনও রেকর্ড নেই। তবে কেন তিনি শিকাগো গিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে গুরুতর অপরাধ ঘটানোর উদ্দেশ্যে সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। জামিনের জন্য আদিত্যকে এক হাজার মার্কিন ডলার দিতে হবে। এই অর্থ জমা দিয়ে জামিন পেলেও তাকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না।
বিচারক ওর্তিজ বলেন, যে সময়ে এই কাণ্ড ঘটেছে আদালতের কাছে সেটি খুবই হতাশাজনক। বিমানবন্দর কর্তৃপক্ষকে যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন লোকজন নিরাপদে ভ্রমণ করতে পারে। যে অভিযোগ উঠেছে তাতে আমি মনে করি ওই ব্যক্তি যাত্রীদের জন্য বিপদজনক হয়ে উঠতে পারতেন। শিকাগো ডিপার্টমেন্ট অব এভিয়েশন থেকেও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামবাসী উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ
পরবর্তী নিবন্ধওজনে কম, পেট্রোল পাম্পকে লাখ টাকা জরিমানা