কোনো অবস্থাতেই পাহাড় কাটা যাবে না

মেয়রকে বললেন প্রধানমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পাহাড় কাটা এবং জলাবদ্ধতা সমস্যা নিয়ে অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ‘কোনো অবস্থাতেই পাহাড় কাটা যাবে না’।

পঞ্চমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে গতকাল দুপুরে গণভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রামের পাহাড় কাটা ও জলাবদ্ধতা প্রসঙ্গে কথা বলেন মেয়রের সঙ্গে। পাহাড় কাটা বন্ধে কঠোর অবস্থানে থাকতে মেয়রকে নির্দেশ দেন। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরলে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মেয়রের সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।

প্রধানমন্ত্রী কী বলেছেন জানতে চাইলে মেয়র রেজাউল করিম চৌধুরী আজাদীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে তিনি খুব সিরিয়াস। প্রধানমন্ত্রী বলেছেন, চট্টগ্রামে পাহাড় কাটা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই পাহাড় কাটা যাবে না। পাহাড় কাটা বন্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।

মেয়র বলেন, বিভিন্ন ওয়ার্ডে স্পোর্টস কমপ্লেক্স এবং মাঠ করছি তা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এতে খুব খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। এটাকে খুব ভালো উদ্যোগ বলেছেন। এছাড়া কর্পোরেশনের অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। এতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে কাজ চালিয়ে যেতে বলেন।

কাউন্সিলর মোহাম্মদ জাবেদ আজাদীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পাহাড় কাটার পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়েও কথা বলেছেন। কারা পাহাড় কাটছে তা জানতে চান। জলাবদ্ধতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, জলাবদ্ধতা নিয়ে তো প্রকল্প দিয়েছি। মেয়রকে প্রকল্পের কাজ তদারকি করতে বলেছেন।

এদিকে চসিকের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র রেজাউল।

এসময় মেয়র রেজাউল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং চট্টগ্রামের উন্নয়নকে প্রাধিকার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের জনগণের পক্ষে ধন্যবাদ জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আড়াই হাজার কোটি টাকার ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পসহ চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পের কারণে এ লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মেয়র রেজাউল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্তদারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে রণাঙ্গনে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধস্কুল শিক্ষিকার স্কুটি পোড়াল সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল : রাশিয়া