কোন পেশীশক্তি, অস্ত্রবাজ, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না

প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় ডিসি মামুনুর রশিদ

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেছেন, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচনে কোন পেশীশক্তি, অস্ত্রবাজ, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী মাঠে। নাগরিক অধিকার নিশ্চিত করতে এবারের নির্বাচন হবে অতীতের যেকোন নির্বাচনের চেয়ে শতভাগ সুষ্ঠ। গতকাল শনিবার সকালে জেলার কুতুবদিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক অনুষ্ঠিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কুতুবদিয়ার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, এস এম শাহাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার, হাসান কুতুবী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
মহেশখালীতে ১টি পৌরসভা ও ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) মোহাম্মদ জাহেদুল ইসলাম, মহেশখালী থানার (ভারপ্রাপ্ত) ওসি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই এবং মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈম।

পূর্ববর্তী নিবন্ধকর্পোরেট শাখাসমূহের ব্যবসা উন্নয়ন সভা
পরবর্তী নিবন্ধসেই পুরনো উচ্ছ্বাস