কোন অপশক্তি দেশকে পিছিয়ে দিতে পারবে না

আ. লীগ সরকারের যুগপূর্তি অনুষ্ঠানে মফিজ

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে গতকাল বিকেলে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, যতক্ষণ জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে আছেন, কোনো অপশক্তি দেশকে পিছিয়ে দিতে পারবে না। বর্তমানে দৃশ্যমান পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এসব প্রকল্প বিশ্বে দেশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, আইন সম্পাদক মির্জা কবির উদ্দিন, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন, মো. এমরান, নাছির আহমদ চেয়ারম্যান, আবদুল হাকিম, ছিদ্দিক আহমেদ বি.কম, দক্ষিণ জেলা তাঁতীলীগের আহ্বায়ক দিদারুল আলম দিদার, শাহাদাত নবী খোকন, রাশেদুল আরেফীন জিশান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, মামুনুর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন মানিক, এখতেয়ার উদ্দিন সবুজ, জয়নাল আবেদীন রুবেল, আমজাদ হোসেন, এমরানুল হক, এয়াছিন আরাফাত শ্রাবণ, বরাতুল হাছান বাবু, রিয়াদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা ফজলুল কাদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটির কর্মীদের আত্মত্যাগ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে
পরবর্তী নিবন্ধনতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উইম্যান চেম্বারের কর্মশালা