রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ। সাধারণ সম্পাদক মোহাম্মদের এরশাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন, সদস্য নাসির উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সভাপতি বদিউল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মো. ইছহাক সওদাগর, মো. পারভেজ, ওমর ফারুক, মাহমুদুল হাসান, ওসমান তালুকদার, নাছির উদ্দীন আহমেদ, আজিজ হোসেন, হাসান মুরাদ, সাইফুল্লাহ চৌধুরী, আবু তালেব, মো. আজগর, জোবায়ের হোসেন টিটু প্রমুখ।