কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফোরকান এলাহীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক মো. ইদ্রিচ আজগর চেয়ারম্যান। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ ইলিয়াস ও সদস্য সচিব মো. সিরাজের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল কাইয়ুম তালুকদার চেয়ারম্যান, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন, সদস্য নাছির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মাস্টার, সাধারণ সম্পাদক ইসহাক সওদাগর। বক্তব্য রাখেন আবুল হাশেম চৌধুরী, নুরুল আজিম, মোহাম্মদ সেলিম, খোরশেদ আলম, আবদুল করিম, শোয়েব হোসেন, দেলোয়ার হোসেন, মো. আজিম, হেলাল তালুকদার, রফিকুল ইসলাম শিমুল, ইকবাল হোসেন সিকদার, মোহাম্মদ ইয়াছিন, আনোয়ার হোসেন, হাসান মুরাদ, আবদুল জব্বার, মো. এরশাদ, মোহাম্মদ আলী, মো. জমির, আবু তাহের, মোহাম্মদ আজগর প্রমুখ।সম্মেলনে একক প্রার্থী হিসেবে মো. রাশেদ নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে শুরু শাহাদাতে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধপটিয়ায় কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি