সিএমপির সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালীতে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পাঁচলাইশ থানায় ওসি হিসেবে কর্মরত জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়নের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। তবে পাঁচলাইশ থানায় ওসি পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। প্রসঙ্গত, সাড়ে তিন মাস আগে গত বছরের ১০ নভেম্বর কোতোয়ালী থানার বর্তমান ওসি নেজাম উদ্দিনকে কোতোয়ালী থেকে পিবিআইতে বদলি করা হয়েছিল। অন্যদিকে গত বছরের ১৮ মে সিটি এসবি থেকে জাহেদুল কবিরকে পাঁচলাইশের ওসি পদে পদায়ন করা হয়েছিল। নতুন ওসি জাহেদুল কবির সকলের সহযোগিতা চেয়ে আজাদীকে বলেন, দোয়া করবেন, মানুষ থানায় এসে যেন হাসিমুখে বের হতে পারে। মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাব।