কোতোয়ালী থানা বিএনপির মৌন মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণ

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে গত ১৮ জুলাই জুলাইআগস্ট গণঅভ্যুত্থান স্মরণে হেলাল চৌধুরীর নেতৃত্বে কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সম্মুখে মৌন মিছিলে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাব্বির আহমেদ, নগর যুবদল নেতা আলমগীর চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন পিয়েল, ফয়জ উল্লাহ, অ্যাড. তারেক, এম.এ হাশেম, শাহাদাত হোসেন, মো. বাহাদুর, শমসের আলী, মো. সেলিম, মো. জসিম, মো. জামাল, গোলাম রাব্বানী, মো. ফরহাদ চৌধুরী সুমন, জাকিরিয়া জহির, জাহেদ হোসেন রাজু, মো. আকবর হামিদ ফিদা, মোস্তফা নিজাম উদ্দিন, নুর বশর প্রমুখ। এতে বক্তারা বলেন, জুলাইআগস্টের গণআন্দোলন ছিল দেশে স্বৈরাচার বিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়।

এই আন্দোলনে বিএনপির ত্যাগ ও নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপির নেতাকর্মীকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখার আহবান জানান।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাউবি মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠানের দাবি
পরবর্তী নিবন্ধসিআইইউতে জুলাই স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান