বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে কোতোয়ালি সদরঘাট কর্ণফুলী আংশিক এর অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠান টিম ম্যানেজার মো. মোশাররফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। টিম ম্যানেজার আলী হাসান রাজু, কোচ মহসিন সাজু ও মহসিন আলী বাদশা সহ আরো উপস্থিত ছিলেন মো. সেলিম, এসআই মাহাতাব উদ্দীন, মোহাম্মদ আলমগীর,মো. আফসার উদ্দীন ,আলোউদ্দীন ভূইয়া, ফারুক রানা, আবদুল হামিদ জনি,মো. ইসমাইল, সাইমন আহমেদ সাহেদ,ওয়াহিদুল আলম অভি, মিনহাজ মাসুম,মো. মাকসুদ, আরিফুল ইসলাম মারুফ, মো. ইমন।
আগামীকাল ১৭ জুন বিকাল সাড়ে ৪ টায় বালিকা দল ডবলমুরিং জোনের মুখোমুখি হবে এবং ১৮ জুন বালক দল সকাল ৯ টায় ডবলমুরিং জোনের মোকাবেলা করবে।