কোতোয়ালীতে ট্রাক চাপায় পথচারী নিহত

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে একজন পথচারী নিহত হয়েছে।

রবিবার (১১ মে) বিকাল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালী থানাধীন রেয়াজুদ্দিন বাজারের চৈতন্য গলির রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে আছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, রেয়াজুদ্দিন বাজারে ট্রাকের সাথে ধাক্কা লেগে একজন পথচারী নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে৷ নিহতের নাম পরিচয় জানা যায়নি। আমাদের টিম লাশ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করছে৷

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মরণে প্রকাশিত স্মরণিকা ‘কমল’ এর মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধরাউজানের চাঞ্চল্যকর প্রবাসী মানিক হত্যার আসামি গ্রেপ্তার